Breaking News

CoochBehar: উদ্ধার দশ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: উদ্ধার দশ লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার দুই কালিপুজোর আগে নিষিদ্ধ (CoochBehar) শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সফলতা পেলো কোচবিহার জেলা পুলিশের তুফানগঞ্জ থানা। গোপন সুত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে রায়ডাক নাকা চেকিং পয়েন্টে একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় একশো তেরো কার্টন নিষিদ্ধ শব্দবাজি। গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকটি দক্ষিন চব্বিশ পরগনা থেকে অসম যাচ্ছিলো। উদ্ধার করা অবৈধ শব্দবাজির আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান জারী থাকবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।