কোচবিহার জেলা (CoochBehar) পুলিশের তুফানগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে বালাভুত গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বাইশ হাজারটি মাদক ট্যাবলেট, নগদ ছয় লক্ষ অষ্টআশী হাজার নয়শো টাকা, তিনটি মোবাইল ফোন,ও তিনটি ধারালো ছুরি। পুলিশ উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে। বাড়ির লোকজন পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ সকল আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তুফানগঞ্জ থানায় একটি মামলা রুজু করে পলাতকদের খোঁজে তল্লাশী শুরু করেছে।
CoochBehar: উদ্ধার মাদক ট্যাবলেট ইয়াবা সহ নগদ টাকা, পলাতকদের খোঁজে পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার