স্কুল পোষাকের রঙ পরিবর্তন নিয়ে একের পর এক স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ কোচবিহারে। এর আগে কোচবিহার শহরের দুটি ঐতিহ্যবাহী স্কুল সুনীতি একাডেমি ও জেনকিন্স স্কুলের প্রাক্তনী, ছাত্র ছাত্রী ও অভিভাভকরা স্কুল পোষাকের রঙ পরিবর্তন এর বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে জেলাশাসককে আবেদন জানান স্কুল পোষাকের রঙ পরিবর্তন না করতে। বৃহস্পতিবার কোচবিহার শহরের আরেকটি ঐতিহ্যবাহী স্কুল রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা স্কুল পোষাকের রঙ পরিবর্তন এর বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে। তাদের মিছিল থেকে দাবী জানানো হয় স্কুলের চিরাচরিত সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট কোনো ভাবেই পরিবর্তন করা চলবেনা। মিছিলে অংশ গ্রহণকারীদের মধ্যে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনীরাও। তারা জানান ১৯৪১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের পোষাকের রঙ সাদা শার্ট কালো বদল হোক তারা চাননা। প্রতিটি বিদ্যালয়ের পোশাক সেই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পরিচিতি বহন করে। পোষাকের রঙ দেখে চেনা যায় কে কোন বিদ্যালয়ের পড়ুয়া। পোষাকের রঙ পরিবর্তনে বিদ্যালয়ের পড়ুয়ারা হারিয়ে ফেলবে তাদের নিজস্বতা। বিদ্যালয় পোষাকের রঙ পরিবর্তন এর বিরুদ্ধে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।
CoochBehar: স্কুল পোষাকের রঙ পরিবর্তন নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে কোচবিহারের একের পর এক স্কুলে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper