সোমবার সন্ধ্যায় (CoochBehar) কোচবিহার জেলা বই মেলার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তার আগে সাগরদীঘি থেকে আয়োজিত হয় বই এর জন্য হাঁটুন পদযাত্রা। এই পদযাত্রায় পা মেলান শহরবাসী। কোচবিহার রাসমেলা ময়দানে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রকাশনী তাদের বই এর সম্ভার নিয়ে হাজির থাকবেন। মোট স্টল থাকছে একশো ষাটটি। বই মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গাছের চারা বিতরন। এবারের বই মেলা প্লাস্টিক মুক্ত বই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, লোকাল লাইব্রেরি অথরিটির সদস্য তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
CoochBehar: কোচবিহার জেলা বই মেলা উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper