জলপাইগুড়ি জেলা (Cow) পুলিশের রাজগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি পিচের ড্রাম বোঝাই একটি লরি আটক করে। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর লাগোয়া এলাকায় লরিটি আটক কিরে তল্লাশী চালিয়ে পুলিশ পিচের ড্রামের আড়াল থেকে উদ্ধার করে পনেরোটি গরু। একটি গরু মৃত অবস্থায় ছিলো। গ্রেপ্তার করা হয় চালক সহিদুল ইসলামকে, সে অসমের বাসিন্দা৷ গরুগুলি বিহার থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান অসম থেকে অন্যত্র গরুগুলি পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। ধৃতকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠিয়ে পুলিশ এই পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে।
Cow Jalpaiguri: লরিতে পিচের ড্রামের আড়ালে গরু পাচারের ছক ভেস্তে দিলো পুলিশ, উদ্ধার পনেরোটি গরু ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper