Breaking News

ফালাকাটা পৌর এলাকায় সিপিআইএম এর অধিকার যাত্রা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ফালাকাটা পৌর এলাকায় সিপিআইএম এর অধিকার যাত্রা alipurduar-right-march-of-cpim-in-falakata-municipal-area-howrah-india-eiyugদূর্নীতি মুক্ত রাজ্য ও ধর্মনিরপেক্ষ দেশ গড়া সহ এক গুচ্ছ দাবীতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা পৌর এলাকায় অধিকার যাত্রা করলো সিপি আইএম ও তার সহযোগী শাখা সংগঠনগুলির কর্মী সমর্থকরা। রবিবার এই পদযাত্রাটি ফালাকাটার বিভিন্ন এলাকায় পরিল্রমা করে। সিপি আই এম দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস জানান রাজ্যে চলছে দূর্নীতিবাজ সরকার আর কেন্দ্রে চলছে ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারী একটি সরকার। এই দুই সরকারকে উৎখাত করা, বেকারদের কাজের সংস্থান করা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য প্রদান, বেঁচে থাকার মতো উপযুক্ত মজুরী প্রদান প্রভৃতি দাবী এই পদযাত্রা থেকে জানানো হয়। পাশাপাশি নবগঠিত ফালাকাটা পৌরসভা এলাকায় পূর্ণাঙ্গ পৌর পরিষেবা প্রদানের দাবী ও করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পদযাত্রার মাধ্যমে সি পি আই এম তার হারানো মাটি ফিরে পেতে চাইছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।