চোর ধর জেল ভরো স্লোগানকে সামনে রেখে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়ে মঙ্গলবার বেলায় হালিশহরে মিছিল করলো সিপিআইএম। হালিশহর বাঘমোড় থেকে মিছিল শুরু হয়ে হালিশহর পুরসভা গিয়ে মিছিল শেষ হয়। এদিন মিছিলের নেতৃত্ব দিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। মিছিল শেষে হালিশহর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকরা। সেখানে পুরসভার কর্মচারীদের সঙ্গে তীব্র বচসা বেধে যায় বিক্ষোভকারীদের। অবশেষে হালিশহর থানার পুলিশ তপ্ত পরিস্থিতির সামাল দেয়। এদিন মিছিল থেকে চিটফান্ড কাণ্ডে ধৃত হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানির পদত্যাগের দাবির পাশাপাশি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচড়াপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর গ্রেপ্তারের দাবি তোলা হয়। সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি বলেন, চিটফান্ড কাণ্ডে সমস্ত চোর ধরা না পর্যন্ত হালিশহরে মিছিল জারি থাকবে। বিধায়ক ও কাঁচড়াপাড়ার পুরপ্রধান-সহ এই কেসে যুক্ত কাউন্সিলরদেরও গ্রেপ্তার করতে হবে। তাছাড়া নৈহাটিতে গঙ্গা থেকে বালি চুরির ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে হবে।
CPIM Halisahar: হালিশহরে বামেদের মিছিল থেকে চিটফান্ড কাণ্ডে বিধায়ক ও পুরপ্রধানের গ্রেপ্তারের দাবি
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর