আলিপুরদুয়ার (CPIM) এক নম্বর ব্লকের শালকুমারহাট সি পি আই এম এর কর্মী সমর্থকরা রবিবার সাত দফা দাবিতে শালকুমার হাট আলিপুরদুয়ার রাজ্য সড়কে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করে। (CPIM)বিক্ষোভ ও পথ অবরোধ শুরু হয় সকাল সাড়ে নয়টায় শেষ হয় সাড়ে এগারোটায়। দু’ ঘন্টার অবরোধে সড়কে প্রচুর যানবাহন দাঁড়িয়ে যায় ।
অবরোধকারীদের পক্ষে অরবিন্দ রায় জানান তাদের দাবীগুলি হলো এলাকার মুন্সীপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ, নদীখাদান গুলিকে লিজ দিয়ে দ্রুত বালি পাথর তোলার কাজ চালু করা, শালকুমার হাটে প্রস্তাবিত হিমঘরের নির্মান কাজ দ্রুত শুরু করা, হাতির উপদ্রব কমাতে বন দপ্তরের ব্যবস্থা গ্রহন, একশ দিনের কাজের বকেয়া মজুরি দ্রুত প্রদান, আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ তালিকা প্রকাশ, কালিবাড়ি থেকে জলদাপাড়া সড়কের দ্রুত সংস্কার করা। পুলিশ বিক্ষোভ স্থলে পৌঁছে বিক্ষোভ কারীদের সাথে আলোচনা করলে বিক্ষোভ ও পথ অবরোধ তুলে নেওয়া হয়।