Breaking News

Dakshin Dinajpur: লোক শিল্পীদের নিয়ে সচেতনতামূল কর্মশালা কুশমন্ডিতে

রিপোর্ট : লোকনাথ সরকার , এই যুগ, দক্ষিণ দিনাজপুর

Dakshin Dinajpur: লোক শিল্পীদের নিয়ে সচেতনতামূল কর্মশালা কুশমন্ডিতে  
dakshin-dinajpur-awareness-workshop-on-folk-artists-kushmandi-west-bengal-india-ei-yugব্যক্তিগত, পারিবারিক এবং প্রতিষ্ঠানিক বিষয় নিয়ে সচেতনতামূলক কর্মশালা হল কুশমন্ডি। আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এদিন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাকক্ষে লোক শিল্পীদের নিয়েই এই কর্মশালা করেন। জয়েন্ট বিডিও রোহন বিশ্বকর্মার উপস্থিতিতে অনুষ্ঠানে প্রজনন, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোরের স্বাস্থ্য বিষয় নিয়ে লোক শিল্পীদের সচেতন করা হয়। উপস্থিত ছিলেন বিডিও অমরজ্যোতি সরকার, জয়েন্ট বিডিও রোহন বিশ্বকর্মা, দিনাজপুর খন পালাগান সমিতির সভাপতি খগেন্দ্রনাথ সরকার, আদিবাসী জনজাতির গবেষক ও সংগঠক বুধন হেমরম, বিশিষ্ট নাট্যকার ও খন গবেষক সৌরভ রায় সহ কুশমন্ডি ব্লকের লোক শিল্পীরা। মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিলে মেয়ে গর্ভ অবস্থায় নানান সমস্যা হতে পারে এবং শিশু জন্ম নেওয়ার পরে শিশুর পুষ্টির ঘাটতি হবে। ছেলের ২১ এবং মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে দেবেন না। নারী ও শিশুর স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করতে হবে, বাল্যবিবাহ রুখতে হবে। সকলকে সচেতন হয়ে এক সুস্থ ও শক্তিশালী সমাজ গড়তে হবে বলেন বিডিও অমরজ্যোতি সরকার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।