বিশাল বাইক রেলির মধ্য দিয়ে সেভ-ড্রাইভ সেভ-লাইফ কর্মসূচী পালন করল কুশমন্ডি থানা। এদিন সেড-ড্রাইভ সেভ-লাইফ কর্মসূচীর নেতৃত্ব দেন কুশমন্ডি থানার আইসি তপন পাল। সামনে আসছে কুশার দিন, তাই রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি। সকলে যাতে ট্রাফিক আইন অবলম্বন করে গাড়ি চালান। নিজে সেভ থেকে অন্যকেও যাতে সেভ রাখা যায়, এবং মাথায় হেলমেট লাগিয়ে যাতে বাইক চালান। ড্রাইভ করার সময় ফোন ব্যবহার যাতে না করেন। এই সেভ ড্রাইভ সেভ লাইফ রেলির মাধ্যমে সকলকে বার্তা দিয়ে অনুরোধ জানান আইসি তপন পাল। রেলিতে অংশগ্রহণ করেন কুশমন্ডি থানার পুলিশ আধিকারিকেরা সহ সিভিক ভলান্টিয়ারেরা।
Dakshin Dinajpur: সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালন
রিপোর্ট : লোকনাথ সরকার , এই যুগ, দক্ষিণ দিনাজপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper