ঘূর্ণিঝড় (Dana) দানা গতকাল ধরে ক্রমশ শক্তি সঞ্চয় করে উড়িষ্যার ভিতরকণিকা ও ধামারার মধ্যবর্তী উপকূল অঞ্চলে আছড়ে পড়েছে আজ ঠিক ভোরে l এর ফলে ওড়িশ্যার দু লক্ষেরও বেশি মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে উঁচু জায়গায় l এবং দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ,উত্তর চব্বিশ পরগনা, ঝারগ্রামে লাল সর্তকতা জারি করা হয়েছে l তার সাথে কলকাতা ,হুগলী, হাওড়া ,এই জায়গাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে l নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে একা ধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার l ইতিমধ্যেই আজ ভোর থেকেই মুষলধারে টানা বৃষ্টিপাত তার সাথে ঝোড়ো হাওয়া বইছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় l দানার প্রভাবে আঁচড়ে পড়েছে আরামবাগের মনসাতলায় l গাছ পড়ে বিপত্তি ২৪ নম্বর রোডে l তার জেরেই বন্দর থেকে আসা যানবাহন আরামবাগের দিকে যেতে পারছে না l আরামবাগ থেকে যেকোনো যানবাহন দুই চাকা, চার চাকা ,যেতে পারছে না বন্দরের দিকে l রাস্তার মাঝ বরাবর গাছটি পড়াই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে একাধিক পথচারীদের l ইলেকট্রিকের তার জড়িয়ে গাছটি পড়ায় বিদ্য ুৎ পরিষেবা আব্যাহত l প্রশাসন অতি দ্রুত খবর পাওয়াই আরামবাগ থানার পুলিশ তৎপরতার সাথে এসে নিজস্ব দায়িত্বে হাতে কাটারি নিয়ে পুলিশ সেই গাছটিকে কেটে সরিয়ে দেয়। এবং যানজট মুক্ত করে এই সময়ে পুলিশের ভূমিকা কার্যত ভাবে দেখা গেছে l
Dana: ঘূর্ণিঝড় দানার প্রভাবে আরামবাগের দুই নম্বর ওয়ার্ডে গাছ পড়ে বিপত্তি
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper