Breaking News

Dana: প্রবল বৃষ্টি উপেক্ষা করে ঘূর্ণিঝড় দানায় বিধ্বস্ত গ্রামবাসীদের পাশে ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিণ ২৪ পরগণা

Dana: প্রবল বৃষ্টি উপেক্ষা করে ঘূর্ণিঝড় দানায় বিধ্বস্ত গ্রামবাসীদের পাশে ইন্দ্রনীল খাঁবৃহস্পতিবার (Dana) সন্ধ্যা থেকে দানা‌ র দাপটে রাজ্যের বহু জায়গায় বহু গ্রাম বিধ্বস্ত। কোথাও বাড়ির চাল উড়েছে , কোথায়ও গাছ পড়েছে , ঘর ছেড়ে বহু মানুষ নিরাপদ আশ্রয়ে । শুক্রবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক-এর অন্তর্গত সাগর বিধানসভার চন্দনপীড়ি গ্রামে পৌঁছে ঘূর্ণিঝড় দানায় বিধ্বস্ত গ্রামবাসীদের খোঁজ নিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ।এদিন তিনি নিজে গ্রামবাসীদের হাতে ত্রিপল তুলে দিলেন ।এই দুর্যোগের দিনে গ্রামে গিয়ে গ্রামবাসীদের পাশে থেকে নজির গড়লেন ইন্দ্রনীল খাঁ। গ্রামবাসীদের মতে নেতা অনেক দেখেছি মন্ত্রী ও তবে এই দুর্যোগের দিনে , কলকাতা থেকে ছুটে আসা সাধারণ মানুষের পাশে থাকার জন্য খুব কম রাজনৈতিক মানুষদের দেখা যায় ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।