শুনশান (DANA) ফেরিঘাট চত্বর যেন ধর্মঘট চলছে।টিকিট কাউন্টার খোলেনি ঘাটে ঢোকার গেট তালা দিয়ে বন্ধ করা।ডানা ঘূর্নিঝড়ে বিপদ হতে পারে তাই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নবান্নের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন সব ফেরিঘাট বন্ধ রাখতে বলেছে।গতকাল বিকাল পাঁচটা থেকে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।তবু যারা জানে না তেমন যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন ফেরি ঘাট থেকে।ডানার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে।আকাশ কালো করে আছে চলছে ঝোড়ো হাওয়া।রাস্তা ঘাটে লোকজন কম।খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।দোকান পাট খোলেনি অনেক জায়গায়।আজ ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আগামী কাল ২৫ তারিখ ভোর থেকে যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাব সবথেকে বেশি হবে তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে হাওড়া ডিভিশনে ৬৮ টি ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখা,হাওড়া কাটোয়া শাখা এবং হাওড়া ব্যান্ডেল শাখা ও হাওড়া আরামবাগ শাখার আপ ও ডাউন মিলিয়ে ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
DANA: ঘূর্ণিঝড় ডানা র কারণে শুনশান ফেরিঘাট চত্বর
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, হুগলি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper