ঘূর্ণিঝড় “ডানা” প্রভাবে (Dana) হাওড়া জেলায় ভোর থেকেই চলছে বৃষ্টি পাত, সঙ্গে দমকা হওয়া । ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসাবে হাওড়া ডিভিশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছিল। এর পাশাপাশি পূর্ব রেল ২৫ তারিখ অর্থাৎ শুক্রবার ভোরে লোকাল ট্রেন সকাল ১০ টা পর্যন্ত বাতিল ঘোষণা করে ছিল। তবে দক্ষিণ পূর্ব শাখায় সকাল থেকেই লোকাল ট্রেন স্বাভাবিক আছে। এই দুর্যোগের কারণে অফিস যাত্রীদের বা সাধারণ মানুষদের দেখা নেই । অন্যান্য দিনের মত হাওরা স্টেশনে আজকে ব্যস্ততার ছবি নেই প্রায় অনেক কম। পাশাপাশি হাওড়া র ,ফেরিঘাট গুলো আজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। লঞ্চগুলোকে পাশাপাশি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ,একেবারে জনশূন্য লঞ্চঘাট । তুমুল বৃষ্টি ও দমকা হওয়ার জন্য অনেক যাত্রী স্টেশনে দাঁড়িয়ে আছেন। পিপেট ট্যাক্সি স্ট্যান্ড অনেকটাই খালি। তবে রাতভর বৃষ্টির কারণে হাওড়া শহরের বহু এলাকার জলমগ্ন , নিকাশী পরিষেবা একেবারে ভেঙে পড়েছে, ঠিকঠাক সাপ সাপাই না হওয়ার কারণে জল নামতে পারছে না। কয়েকটি জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়া, গাছ পড়ে যাওয়া, ছাড়া ডানার তান্ডবে স্বাভাবিক হাওরা সহ।
Dana: ঘূর্ণিঝড় “ডানা” প্রভাবে হাওড়া জেলায় ভোর থেকেই চলছে বৃষ্টিপাত, বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল
রিপোর্ট : বাপন ধাঁড়া, এই যুগ, হাওড়া