বুধবার (Darjeeling) এক অভিযানে বড়োসড়ো সাফল্য পেলো আবগারি দপ্তরের জলপাইগুড়ি শাখার কর্মীরা। (Darjeeling) অভিযানে তারা উদ্ধার করেন রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে দার্জিলিঙে অবৈধভাবে পাচার করা এগারো লক্ষ টাকার মদ গ্রেপ্তার করেন দুজনকে।জানা গেছে স্পেশাল কমিশনার অফ রেভিনিউ জলপাইগুড়ি আবগারি দপ্তরের কর্মীদের জানান রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে প্রচুর মদ পাচারকারীরা দার্জিলিংয়ে নিয়ে আসছে। খবর পেয়ে আবগারি কর্মীরা দার্জিলিং এর ঘুম ও জোড়থাং এলাকায় ফাঁদ পাতেন। তাদের নজরে আসে জোড়থাং এর দিক থেকে একটি পিক আপ ভ্যান আসছে। তারা ভ্যানটির পিছু ধাওয়া করে মকাইবাড়ি চা বাগানের কাছে এসে ভ্যানটিকে ধরে ফেলে তল্লাশি শুরু করেন। তল্লাশিতে ভ্যান থেকে উদ্ধার হয় সিকিমে তৈরি মদের বোতল ভর্তি কার্টুন। আবগারি কর্মীরা গাড়ি সহ মদ বাজেয়াপ্ত করে চালক ও অপর একজনকে গ্রেপ্তার করেন। ধৃতদের নাম সন্দীপ রাই ও প্রজ্ঞান রাই, দুজনেই দার্জিলিং এর বিজনবাড়ির বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছেন আবগারি দপ্তরের কর্মীরা।
Darjeeling: আবগারি দপ্তরের অভিযানে উদ্ধার সিকিমে তৈরি এগারো লক্ষ টাকার মদ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper