দার্জিলিং পুলিশের উদ্যোগে মঙ্গলবার দার্জিলিং এর বিভিন্ন এলাকায় পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে ট্রাফিক সচেতনতা অভিযান। এদিন দার্জিলিং এর পুলিশ সুপার শ্রী নিম্বালকর সন্তোষ উত্তম রাও এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে অন্যান্য সিনিয়র পুলিশ আধিকারিকগন সহ পুলিশ কর্মীরা দার্জিলিং এর বিভিন্ন রাস্তায় পথচারী সহ যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন এবং কুয়াশার মাঝে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আবেদন জানান যাতে দুর্ঘটনার আশংকা দূর হয়।
Safe Drive Save Life Darjeeling: দার্জিলিং পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper