বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন পাচারের আগেই বনদপ্তরের অভিযানে গ্রেপ্তার শাসকদলের উপপ্রধান। জানা গেছে বিশ্বস্তসূত্রে খবর পেয়ে বন দপ্তরের ঈস্ট রাজাভাতখাওয়া রেঞ্জ ও নিমতি রেঞ্জের আধিকারিকগণ শুক্রবার বিকাল থেকে ওঁত পেতে থাকেন একত্রিশ নম্বর জাতীয় সড়কে এবং সন্ধ্যায় প্যাঙ্গোলিন সহ শাসকদলের উপপ্রধান কে গ্রেপ্তার করেন। ধৃতের নাম জেমস বড়োগাঁও (৫৩),ধৃত আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নারারথলি গ্রামের বাসিন্দা এবং উক্ত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান। গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত, সেই দলের উপপ্রধান বন্যপ্রাণী পাচারের মত অপরাধে গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে দল। বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প ওয়েস্ট ডিভিশনের ডি এফ ডি পারভিন কাশোয়ান জানান প্যাঙ্গোলিনটি পাচারের উদ্দ্যেশ্যে ধৃত নিয়ে যাচ্ছিলো। পার্শ্ববর্তী রাজ্য অসম থেকে প্রাণীটি ধৃতের কাছে এসেছিলো বলে জানা গেছে। বন দপ্তরের আধিকারিকগন ধৃতকে জেরা করে এই চক্রে আর মারা জড়িত তা জানার চেষ্টা করছে।
Pangolins: বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন পাচারের পথে গ্রেপ্তার শাসকদলের উপপ্রধান
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper