আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট মৌজার বাসিন্দা হরসিং মুন্ডা আদিবাসী সম্প্রদায়ভুক্ত একজন দীন মজুর। তিনি বাস করেন টিনের তৈরি একটি চালাঘরে। রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে এবং যারা ঘর পাবেন তাদের নামের তালিকাও প্রকাশ হয়েছে। আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নাম নেই এই হতদরিদ্র দীন মজুর মানুষটির। আরও আশ্চর্যের পাগলারহাট মৌজাটি ইন্টিগ্রেটেড ট্রাইব্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতাভুক্ত হওয়া সত্বেও একজন ট্রাইব্যাল সম্প্রদায়ের মানুষের নাম গৃহ প্রাপকদের তালিকায় নেই। এ বিষয়ে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান তিমির দাস এর বক্তব্য জানতে চাইলে তিনি জানান বিষয়টি নিয়ে তিনি খোঁজ খবর নেবেন। তবে তার ধারনা সমীক্ষক যখন ওই এলাকায় গিয়েছিলো তখন হয়তো হরসিং বাড়িতে ছিলেননা। এলাকার সি পি আই এম নেতা পিন্টু গাঙ্গুলি জানান ঘরে বসে সমীক্ষা করার জন্য এই ঘটনা ঘটেছে। এ থেকে প্রমান হয় রাজ্যে শাসকদলের মদতে আবাস যোজনার তালিকা তৈরির ক্ষেত্রে দূর্নীতি হয়েছে। আবাস যোজনার তালিকায় বহু সম্পন্ন মানুষ যারা শাসক দলের সাথে সম্পর্কিত তাদের নাম গৃহ প্রাপকদের তালিকায় আছে অথচ হরসিং মুন্ডার মত একজন দরিদ্র মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
Pradhan Mantri Awas Yojana: হতদরিদ্র দীন মজুরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক তালিকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper