বর্তমানে টেলিভিশন কিংবা খবরের কাগজে চোখ রাখলেই ধর্ষণের খবর আমাদের বিচলিত করে। নাবালিকা হোক কিংবা যুবতী দেশজুড়ে প্রতিদিন ধর্ষণ যেন লাগাতার বেড়েই চলেছে। বারংবার ধর্ষণের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে মেয়েদের এবং তাদের খোলামেলা পোশাক কিংবা চিন্তাভাবনাকে। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৮ মহিলা ধর্ষণের শিকার হচ্ছেন। শুধুমাত্র রাজধানীতে দৈনিক ধর্ষণের সংখ্যা গড়ে ৫ শতাংশ । আমাদের রাজ্য হাঁসখালি থেকে কামদুনি চোখ আঙুল দিয়ে সকলকে দেখিয়ে দিচ্ছে মহিলারা কতটা সুরক্ষিত। এমন কিছু ঘটনা আমাদের আশেপাশে নিয়মিত ঘটে চলেছে যা শিউরে ওঠার মতো। এবার ধর্ষণকান্ড নিয়ে সুর চড়ালেন মহানায়ক উত্তম কুমারের নাতবউ তথা টলি অভিনেত্রী দেবলীনা কুমার।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শেয়ার করে নিজের মতামত জানিয়েছেন গৌরব পত্নী তথা উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার। দিনকয়েক আগে বলি নায়িকা কল্কি কোয়েচলিন ব্যঙ্গাত্মক ভঙ্গিতে একটি ভিডিও শেয়ার করে ধর্ষণের কারণ হিসেব দায়ি করেছেন মেয়েদের খোলামেলা পোশাককে। কারণ সমাজের একাংশ এমনটাই দাবি করে। কল্কি বলেছেন, ‘ধর্ষণের কারণ তো মহিলারা নিজেই। এমন পোশাক তারা পরেন, যা পুরুষদের খুব তাড়াতাড়ি উত্তেজিত করে তোলে। তাদের চোখ আছে এবং সেই চোখ দিয়ে তারা দেখেন। না হলে কী এত ঘন ঘন ধর্ষণের মতো ঘটনা ঘটে?’ কল্কির এই ভিডিওতেই ফুটে উঠেছে ঠিক কোন পোশাকে নারীকে দেখে উত্তেজিত হয় পুরুষ। শর্ট স্কার্ট, হট প্যান্ট থেকে বোরখা কী নেই, সবই রয়েছে তালিকায়। তবে শুধু কাটাছেড়া পোশাক পরলেই নয়, বরং শরীর ঢেকে রাস্তায় বেরোলেও ধর্ষণের শিকার হচ্ছে মেয়েরা। এবার ইনস্টাগ্রামে কল্কির শেয়ার করা ভিডিও পোস্ট করে বিস্ফোরক দেবলীনা কুমার। দেবলীনা যে স্পষ্ট ভাষায় কথা বলতে খুবই পছন্দ করেন, তা সকলেরই জানা। রাখঢাক, লুকোছাপা নয় বরং ঠোঁটকাটা, স্পষ্টবাদী হিসেবে তার বেশ নামডাকও রয়েছে।দেবলীনা জানিয়েছেন, অবশ্যই মেয়েদের দোষ আছে, আর পোশাকের তো আছেই। পোশাক উত্তেজক হলে এসব ধর্ষণ তো ঘটবেই। দেবলীনা এই পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ শুরু হয়েছে। একজন নেটিজেন হাঁসখালি ধর্ষণ কান্ডে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রেশ টেনে লিখেছেন, ‘বাচ্চা ছেলে মেয়েরা একটু দুষ্টুমি করবে না। ওদের চরিত্রের দোষ, একজন মেয়ে একথা বলতে পারলে রেপিস্ট ছেলেদের দোষ কোথায়?’ অন্যদিকে তৃণমূল বিধায়কের মেয়ের এমন পোস্ট দেখেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট দেবলীনা।