বিজেপি সকলকে (Mamata Banerjee)ধমকে চমকে সকলকে ম্যানেজ করতে পারলেও মমতাকে করতে পারবে না। তাই তারা সবকিছু বন্ধ করে দেওয়ার পথে নেমেছে। (Mamata Banerjee)তারা মিথ্যা কথা বলে, কুৎসা রটিয়ে, লুট করে, বাংলাকে অপমান করার পথে নেমেছে বলে পরোক্ষে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে হাওড়ার আমতা স্পোর্টিং ফুটবল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্দেশখালির মা-বোনেদেরকে দিয়ে চক্রান্ত করে তাঁদেরকে দিয়ে মিথ্যা লিখিয়ে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে ফোর টুয়েন্টির গ্যারান্টি হয়েছে। মমতা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে বলেন, বিজেপি দেশ, জাতি, ধর্ম, মনুষত্ব সব বেচে দিয়েছে। তিনি বিজেপি নেতাদের ‘চোরেদের নেতা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ওদের ওয়াশিং মেশিন খুললে লক্ষ লক্ষ কোটি টাকা বেরোবে। ভাজপা করলে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কেউ আসবে না। তিনি আরও বলেন, ‘এরা দেশের পকেটমারি করেছে, মানুষের পকেট মেরেছে, জনগণের টাকা লুটেছে, গরিবের ধন লুটেছে।’ তিনি বলেন, তিনি অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, কিন্তু এরকম মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দেখেননি। তিনি চাঁচাছোলা ভাসায় কারও নাম উল্লেখ না করে বলেন, ‘তুমি নির্লজ্জ, বেইমান, ভন্ড তপস্বী’।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মন্ত্রী পুলক রায়, ইন্দ্রনীল সেন, বিধায়ক অরুনাভ সেন, সমীর কুমার পাঁজা, ডাঃ নির্মল মাজি, সুকান্ত কুমার পাল, বিদেশ রঞ্জন বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য এবং তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ প্রমুখ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper