ভাড়াটে দুষ্কৃতী দিয়ে ধুপগুড়ির (Jalpaiguri) আংরাভাসা এলাকার বাসিন্দা মেহতাব আলম নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় তার ভাগ্নে আফতাব হোসেন। (Jalpaiguri) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে জমি নিয়ে বচসার কারণে মামাকে খুন করে তার ভাগ্নে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ ভাগ্নে আফতাব হোসেনের সঙ্গে বিহারের কোন এক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মামা মেহতাব আলমের আফতাব হোসেন কর্মসূত্রে দিল্লিতে থাকতো। অভিযোগ, সেখান থেকেই তার পরিচিত লোকদের নিয়ে এসে গভীর রাতে মেহতাব আলমের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি মেহতাব আলমের স্ত্রীকে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে মৃত্যু হয় 38 বছর বয়সী মেহতাব আলমের।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রীকে এলাকাবাসীরা উদ্ধার করে প্রথমে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংদেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রম জিত লামা, ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিরাট পুলিশ বাহিনী। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডয়াল বলেন, এই ঘটনায় চারজন পুরুষ সহ দুইজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। বলেন কৃতদের মধ্যে আফতাব হোসেন ছাড়া পাঁচজনই ভিন রাজ্যের বাসিন্দা। ঘটনার মূল কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।