শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Didir Suraksha Kavach: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ধুপগুড়িতে

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Didir Suraksha Kavach: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ধুপগুড়িতে সোমবার জলপাইগুড়ির ধুপগুড়িতে “দিদির সুরক্ষা কবচ ” (Didir Suraksha Kavach ) কর্মসূচি পালন করল ধুপগুড়ি শহর তৃণমূল কংগ্রেস। মধ্যমনি ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়।(Didir Suraksha Kavach ) প্রচারকার্যের প্রথমে খগেশ্বরবাবুর নেতৃত্ব দলীয় কর্মীরা আচার -সংস্কৃতি মেনে ধুপগুড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডে কালীমন্দিরে পরিদর্শন ও পূজো প্রার্থনা সারেন।

কর্মসূচির বিশেষ পর্বে নেতৃত্ব ধুপগুড়ি পৌরসভার বিএলআরও অফিস পরিদর্শন করে এবং সরকারি পরিষেবা গুলি নিয়ে মানুষের যাতে দুর্ভোগে না পরতে হয় সে বিষয়ে আধিকারিকের আলোচনা করেন নেতৃত্ব। মধাহ্নে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সাথে মধাহ্নভোজ সারেন।Didir Suraksha Kavach: দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ধুপগুড়িতে

পরে পৌরসভা কাউন্সিলারদের নিয়ে বৈঠক সারেন খগেশ্বর রায় ও নেতৃত্ব। জনসাধারণের কি কি সমস্যা রয়েছে , স্থানীয় সমস্যা এবং কতগুলো কাজ চলতি রয়েছে, সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলি জনসাধারণের কাছে পৌঁছচ্ছে কিনা এবং তা থেকে জনগন কি কি লাভবান হচ্ছেন, সেবিষয়ে মত বিনিময় করেন।বিকেলে পৌরসভার অন্তর্গত লাল স্কুলের মাঠে একটি জনসভায় বক্তব্য রাখেন নেতৃত্ব। মধ্যমনি খগেশ্বরবাবু তার বক্তব্যের শুরুতে বলেন “আজকে আমার জীবনে বিশেষ দিন। আজকে আমার ৪৯ তম বিবাহ বার্ষিকী। এই দিনে দিদির দূত হিসেবে তোমাদের সাথে আনন্দ ভাগ করে পেরে গর্বিত মনে করছি। খগেশ্বরবাবু ছাড়াও, ইভান দাস ও ধুপগুড়ি শহর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।