প্রতিবছর ডিসেম্বর মাসের তিন তারিখ বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস । আলিপুরদুয়ারে এই দিনটি উদযাপিত হলো বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরনের মাধ্যমে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আলিপুরদুয়ার শাখা ও আরটিফিসিয়াল লিম্ব ম্যানুফেকচারিং করপোরেশন অফ ইন্ডিয়ার সহায়তায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার বিশেষভাবে সক্ষমদের হাতে এদিন তুলে দেওয়া হয় ট্রাই সাইকেল, হুইল চেয়ার, শ্রবণ সহায়ক যন্ত্র। আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, সমাজসেবী দীপ্ত চ্যাটার্জি, আলিপুরদুয়ার এর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্ত্তী, আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর কর্মকর্তা প্রসেঞ্জিত দে সহ বিশিষ্টজনেরা।
বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ আলিপুরদুয়ারে
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper