এই যুগ শুধুমাত্র খবর করে না , (Dokra) শিল্প সাহিত্য ও বাস্তব তথ্য তুলে ধরে ক্রমাগত । (Dokra) এরকম খবরের সন্ধানেই আজ এই যুগ পৌঁছে গেল পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের অন্যতম এক শিল্প গ্রাম ডোকরা হাব পূর্ব বর্ধমানের দারিয়াপুরে। বর্তমানে এই গ্রামে রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে, ইউনেস্কোর তত্ত্বাবধানে ডোকরা মেলা শুরু হয়েছে বাঙালির নববর্ষের দিন থেকে । গ্রামে বসবাস করেন কয়েকশো ডোকরা শিল্পী , যাদের তৈরি ডোকরা সামগ্রী সারা রাজ্য, সারা দেশ তো বটেই আফ্রিকা, আমেরিকা, ব্রিটেন সহ সমগ্র বিশ্বে সমাদৃত। এই সমস্ত শিল্পীদের তৈরি ডোকরা প্রদর্শনী এই মেলার মূল বৈশিষ্ট্য। সঙ্গে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন ঝুমুর গান, লোক গান, ছৌ নাচ , বাউল ইত্যাদি অনুষ্ঠানটির বিশেষ মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য ।
সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলা এই ডোকরা মেলায় বহু পর্যটক এসেছেন দূর দূরান্ত থেকে । প্রত্যক্ষ করেছেন বাংলার প্রাচীন ডোকরার জিনিসপত্র ।
ডোকরা শিল্পী রানু কিস্কু এই যুগ কে বললেন – গতকাল থেকে মেলা চলছে, অনেক অনেক লোক আসছে , ডোকরা দেখছে , অনেকে কিনছেন। তবে সকালে সেভাবে বিক্রি হচ্ছে না গরমে । সন্ধ্যার পরে ভির হচ্ছে প্রদর্শনী তে ।আউসগ্রাম এক নম্বর ব্লকে এই ডোকরা মেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক – অভেদানন্দ থান্দার।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper