শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Dooars cup football : শামুকতলায় ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো নির্বিঘ্নে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Dooars cup football : শামুকতলায় ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো নির্বিঘ্নে আটদিন ব্যাপী ডুয়ার্স কাপ ফুটবল (football )টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে লঙ্কাপাড়া আদিবাসী করুক ক্লাব মহিলা টিম এবং শীতলা বাড়ি কিশোর সংঘ পুরুষদের টিম। দুই টিমের অধিনায়ক এর হাতে পুরস্কার তুলে দিলেন শামুকতলা থানার পুলিশ কর্তারা বুধবার বিকেল পাঁচটা নাগাদ।‌ আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর নির্দেশে আলিপুরদুয়ার জেলা জুড়ে ডুয়ার্স কা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল।গত আট দিন আগে। শামুকতলা থানা এলাকার পুরুষদের ৩০ টি ফুটবল দল এবং মহিলাদের পাঁচটি ফুটবল দল অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্বের খেলায় মহিলা দের লঙ্কাপাড়া আদিবাসী করুক ক্লাব এবং পুরুষদের শীতলা বাড়ি কিশোর সংঘ জয়ী হয়। ‌ তাদের হাতে পুরস্কার তুলে দেন শামুকতলা থানার পুলিশেরা। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।