শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Dooars Jalpaiguri: সবুজায়নের লক্ষ্যে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্ট : আবির ভট্টাচার্য , এই যুগ, ডুয়ার্স

Dooars Jalpaiguri: সবুজায়নের লক্ষ্যে স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিপ্রখর রোধকে উপেক্ষা (Dooars) করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো কালিরহাট দেওনচন্দ্র হাই স্কুল।(Dooars) এদিন প্রায় দেড়শটি গাছের চারা অরণ্য সপ্তাহের মাঝখানে বিতরণ এবং রোপন করা হয় স্কুল চত্বরে।(Dooars) এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্ব উষ্ণায়ন রুখতে কি করে চারা গাছ রোপন করে সযত্নে বড় করে তোলা যায় সেই বিশেষ সচেতন করা হয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। সবুজায়নের লক্ষ্যে অরণ্য সপ্তাহের শেষ দিনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা । এদিন ছাত্র-ছাত্রীদের হাতে বিভিন্ন ফল ও গাছের চারা বিতরনের পাশাপাশি অরণ্য সপ্তাহ নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় শিক্ষক-শিক্ষিকাদের।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক অর্ণব সাহা বলেন, মূলত একের পর এক গাছ কেটে ফেলার কারণে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গের বিশেষ করে এই ডুয়ার্স অঞ্চলে এমন অসহ্য গরম বেশ কিছুদিন আগেও লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সময় উন্নয়নের স্বার্থেই হোক কিংবা জীবিকা যে কোনো কারণেই আজ প্রায় বিলুপ্তির পথে প্রাচীন গাছ গুলি। মূলত সেই কারণেই বিশ্ব উষ্ণায়নে লাগাম টানার পাশাপাশি অরণ্য সপ্তাহ চলাকালীন এদিন বিদ্যালয়ের পড়ুয়াদের গাছের চারা প্রদানের পাশাপাশি বিদ্যালয় চত্বরে রোপন করা হয় বলে স্কুল শিক্ষক অর্ণব সাহা উল্লেখ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।