মালদহ (MALDA)জেলার মানিকচক ফেরি ঘাটের লাগোয়া এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে দশ রাউন্ড গুলি ও একটি সেভেন এম এম পিস্তল সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।পুলিশ জানিয়েছে সুত্র মারফত খবর পেয়ে স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা ঐ এলাকায় সাদা পোষাকে ফাঁদ পেতে গুলি ও পিস্তল সহ দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মানিকচক থানায় মামলা রুজু করা হয়েছে।
MALDA: দশ রাউন্ড গুলি সহ একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার ,গ্রেপ্তার দুই দুষ্কৃতি
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ