বুধবার জলপাইগুড়ি (SFI)বাম ছাত্র সংগঠন এসএফআই জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ( ডিপিএসসি )দপ্তর অভিযান করল।(SFI) উল্লেখ শিক্ষা ক্ষেত্রে জেলার ২১৮ টির মতো স্কুল বন্ধ হতে চলেছে রাজ্যের মোট ৮০০০ এবং রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে দূর্নীতিসহ একাধিক দাবিতে ডিবিসি রোড সংলগ্ন ডিপিএসি দপ্তর অভিযান করল ছাত্র সংগঠনটি! স্কুল বন্ধ হওয়ার ফলে চাবাগান ও গ্রাম এলাকাগুলিতে সমস্যা দেখা দেবে।
প্রথম দিকে কার্যত পুলিশের সাথে ছাত্র দের হুলুস্থুল বেধে যায় পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে ভেতরে অবস্থান ভিক্ষোভ করে। অন্যদিকে কালিয়া গঞ্জে ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবি করে। সাথে সাথে রাজ্যের প্রশাসনকে ধিক্কার জানিয়ে মিছিলে হাটে ছাত্ররা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য সহ জেলা নেতারা।এদিন সৃজন বাবু বলেন, আমাদের রাজ্যের ৮০০০ এর বেশি স্কুল হতে চলেছে, রাজ্য সরকার সরাসরি স্কুল গুলিকে পিপি মডেলের দিকে নিয়ে যাচ্ছে, মিডডে মিল ঠিকমতো পাচ্ছে না, ছাত্র শিক্ষকের অনুপাত ” শিক্ষক নিয়োগ দুর্নীতি। এসব বন্ধ করতে হবে না হলে তৃণমূল ও বিজেপি দুটোকেই বিদায় নিতে হবে। আরো বলেন, পুলিশ লাঠি করে অভিযান স্তব্ধ করতে চেয়েছিল কিন্তু তা পারে নি।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper