জুলাইয়ে পঞ্চায়েত (BJP)ভোট রাজ্যে । বিভিন্ন জেলায় ভোট প্রচারে পিছিয়ে নেই রাজ্যের শাসক থেকে বিরোধী দল (BJP)। ২০২৩ এর পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২৪শের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের ভোট পরিস্থিতি দেখতে বদ্ধ পরিকর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা থেকে প্রচার সবেই অনেকটাই এগিয়ে বিজেপি।
হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল সেনগুপ্ত। এদিন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন পঞ্চায়েত ভোট প্রার্থী দের নিজে জগদীশপুর পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন । ইন্দ্রনীল বাবুর এরুপ ভোট প্রচারের ধরনে প্রার্থী থেকে ভোট দাতা খুশি সকলেই । রাজনীতিবিদ দের মতে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের দ্বারা লোকসভার গেরুয়া ভোটের শক্তি মাপতে চাইছে রাজ্য বিজেপি।