শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

BJYM: কালিয়াগঞ্জের নাবালিকা খুন ও রাজবংশী যুবকের হত্যার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার রাজভবন চলো অভিযান

রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, কলকাতা

আবারও কলকাতার রাজপথে (BJYM) প্রতিবাদে সরব বিজেপি যুব মোর্চা । (BJYM) শুক্রবার কালিয়াগঞ্জের নাবালিকা কে ধর্ষণ করে খুনের প্রতিবাদ সহ রাজবংশী যুবকের হত্যার প্রতিবাদে , নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজভবন চলো অভিযান কর্মসূচি পালন করলো ভারতীয় জনতা যুব মোর্চা ।BJYM: কালিয়াগঞ্জের নাবালিকা খুন ও রাজবংশী যুবকের হত্যার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার রাজ ভবন চলো অভিযান

এদিন বিজেপি র রাজ্য পার্টি অফিস থেকে মিছিল শুরু করে রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ডা‍ঃ ইন্দ্রনীল খাঁন এর নেতৃত্বে রাজভবন‌ চলো অভিযান কর্মসূচি পালন করেন যুব মোর্চার নেতৃত্ব । তবে রাজভবন পৌঁছাবার আগেই মিছিল কে পুলিশি বাধার সম্মুখে পড়তে হয় । শেষ অবধি বিজেপি যুব মোর্চার ৫ সদস্য রাজ ভবনে রাজ্যপালের সাথে দেখা করতে গেলে তাদের কেও পুলিশ গ্রেফতার করে । তবে এদিনের বিজেপি যুব মোর্চার মিছিল আরও একবার প্রমাণ করলো রাজ্যের অরাজকতা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চা রাস্তায় নামতে সর্বদা তৈরি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।