গাজোলে মালদা উওর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হলো । উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন । এদিন কার্যকারিনী বৈঠক থেকে আগামী দিনে উওর মালদা সাংগঠনিক জেলায় কিভাবে বিজেপি যুব মোর্চাকে আরও শক্তিশালী করা যায় এদিন সে বিষয়ে বিভিন্ন আলোচনা হয় । এদিন কার্যকারিনী বৈঠকে রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন ছাড়াও উপস্থিত ছিলেন মালদা উওর সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব থেকে কর্মীরা ।
Dr. Indranil Khan: মালদা উওর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার কার্যকারিনী বৈঠকে রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদা