মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় কলকাতার রেডরোডে হিন্দুদের শ্রেষ্ঠ দূর্গা উৎসবের কার্নিভাল। মমতা বন্দ্যোপাধ্যায় (Durga puja) সবুজ পতাকা দেখিয়ে কার্নিভালের শুভ সূচনা করলেন। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম বার(Durga puja) এই দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হয়েছিল। এরপর থেকে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।কলকাতার প্রসিদ্ধ পুজোগুলি বিসর্জনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠানে দুপুরে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্য সরকারের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। শুধু কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলাতেও এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মঞ্চে হাজির থাকেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা, হাজির হন বহু বিদেশি অতিথিও। পুজোর পর কার্নিভাল দেখতে মুখিয়ে থাকেন কলকাতার বাসিন্দারা। একই দিনে আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও নিজেদের দাবি দাওয়া নিয়ে দ্রোহের কার্নিভাল পালন করতে চলেছে আন্দোলনরত ডাক্তারেরা। দুর্গাপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে নৃত্য পরিবেশন করা হলো কার্নিভালে। গানটি গেয়েছেন প্রখ্যাত গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও আজ এখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরাদ হাকিম,সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ একগুচ্ছ তারকা উপস্থিত ছিলেন।ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মোনজ বার্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রীও। অংশগ্রহণকারী বিভিন্ন পুজো কমিটিরা বিভিন্ন কিছু গান সাঁওতাল নৃত্য সবকিছু প্রদর্শন করে দেখান মুখ্যমন্ত্রীর সামনে।
Durga puja carnival: কলকাতার রেডরোডে হিন্দুদের শ্রেষ্ঠ দূর্গা উৎসবের কার্নিভাল
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী , এই যুগ, কলকাতা