“ডেপুটেশন দিতে এসেছি -মারামারি করতে আসিনি “বলে রবিবার মন্তব্য করলেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জি। রবিবার আনিস খাঁনের কাকার ছেলের উপর আক্রমনে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও কর্মসূচিতে এসে মন্তব্য করলেন তিনি। উল্লেখ্য প্রয়াত ছাত্র নেতা আনিস খাঁনের কাকার ছেলেকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মেরে খুনের চেষ্টা হয় শুক্রবার রাতে ।সেই ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। রবিবার আমতা থানা চত্বর মুড়ে ফেলা হয়েছিল পুলিশ ও রাফে।
DYFI AMTA: মৃত আনিস খানের কাকার ছেলের উপর হামলার প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের আমতা থানা ঘেরাও অভিযান
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া