আসন্ন লোকসভা নির্বাচনে ভোটদানের হার একশো শতাংশ করার লক্ষ্যে (HOWRAH) জাতীয় নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কমিশন ইতিমধ্যে ভোটার সচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় এসভিইপি-র কর্মসূচির মাধ্যমে প্রচার চালিয়েছে। এবার জেলার নির্বাচনী দপ্তর ভোটার সচেতনতা মূলক প্রচার ছাড়াও আরও কয়েকটি বিষয় তুলে ধরার জন্য সাধারণ মানুষের কাছে নির্বাচনী থিম সং এবং ভিডিও আপলোড করল।
হাওড়া জেলা লোকসভা নির্বাচনী অধিকরণের তরফ থেকে হাওড়া জেলার ম্যাসকট “বাঁটুল দি গ্রেট”-এর মাধ্যমে হাওড়া জেলা থিম সং প্রকাশ করা হয়েছে, ” হাওড়া ভোট দাও”। এবং একই সঙ্গে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি ভিডিও আপলোড করা হয়েছে। থিম সং প্রকাশ এবং ভিডিও-র আনুষ্ঠানিক সূচনা করেন হাওড়া জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ দীপাপ প্রিয়া পি। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) ইউনিস রিসিন ইসমাইল, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আজহার জিয়া, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সুদীপ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। হাওড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) তথা জেলার এসভিইপি-এর নোডাল অফিসার আজহার জিয়া জানান, ‘যাঁদের বয়স ৮৫-র বেশি এবং যাঁরা বিশেষভাবে সক্ষম তাঁরা যদি ১২ (ডি) ফর্ম ফিলাপ করে থাকেন তাহলে তাঁরা বাড়িতে থেকেই ভোট দিতে পারবেন। বাড়ি বাড়ি ভোট নেওয়া প্রক্রিয়া চলবে চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত। তিনি আরও জানান, ভোটের দিন মহিলা ও পুরুষদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা থাকবে। এবং বৃদ্ধ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য র্যাম্পের ব্যবস্থাও থাকবে।
HOWRAH: এবার হাওড়ায় প্রকাশিত হল নির্বাচনী থিম সং
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper