এপ্রিল মাসেই (Urfi Javed) গরমেসবার হাল বেহাল। বেলা একটু বাড়তে না বাড়তেই রোদের চোখ রাঙানি এমন যে সারা শরীরে তীব্র জ্বালা ধরে যাচ্ছে । (Urfi Javed) হাওয়া অফিস জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়াই থাকবে। এমন পরিস্থিতিতে উরফি জাভেদ দিলেন ‘কুল কুল’ দাওয়াই।

সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেতেই শোরগোল পড়েছে । খবরে থাকতে নানা কাণ্ড ঘটিয়ে থাকে উরফি জাভেদ। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার হট নাচের ভিডিও আপলোড করেন। এবার স্তনযুগলে পাখা লাগিয়েছেন উরফি । তা আবার বনবন করে ঘুরছেও ।
সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, সেটা উরফির নখদর্পনে । প্রায় দিনই এমন কিছু একটা করে বসেন যাতে নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রূপ, নিন্দা, সবই হয়। যাঁরা তাঁর পোশাক দেখে ভিরমি খান, তাঁদের জন্যই নাকি এমন পোশাক উরফির। নিজের শেয়ার করে ভিডিওতে উরফি জানান, তাঁর এই পোশাক তৈরি করেছেন শ্বেতা গুরমীত কউর। সমাজ মাধ্যমে উড়ফির হাওয়া ফ্যান রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper