Breaking News

Alipurduar TMC: ইডি ও সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি এর প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar TMC: ইডি ও সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি এর প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ইডি ও সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার শহরে আয়োজিত হয় ধিক্কার মিছিল ও পথসভা। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রকাশ চিক বরাইক জানান বিজেপি বিগত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হালে পানি না পেয়ে এখন শুরু করেছে প্রতিহিংসার রাজনীতি। এই রাজনীতি করতে গিয়ে ইডি ও সিবিআই কে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই জেলার প্রতিটি ব্লক থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আলিপুরদুয়ার শহরে এসে জমায়েত করেন। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্ব। বক্তারা সকলেই কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন বিজেপির প্রতিহিংসার রাজনীতির ফল তাদেরকেই ভুগতে হবে। বাংলার মানুষ এই প্রতিহিংসার রাজনীতির জবাব দেবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।