Breaking News

Accident: ঈদের দিনে ভয়াবহ দুর্ঘটনা বালির নিবেদিতা সেতুতে

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

Accident: ঈদের দিনে ভয়াবহ দুর্ঘটনা বালির নিবেদিতা সেতুতে বালির নিবেদিতা সেতুতে ঈদের দিন ঈদের খুশি মানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা কবলে দুই বাইকার যুবক  (Accident) । নিয়ম ভেঙে নিবেদিতা সেতুতে উলটো লেনে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক (Accident)। একটি চারচাকা গাড়ির সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। সংঘর্ষের ফলে বাইকের এক আরোহী উড়ে গিয়ে উল্টোদিকের লেনে একটি চলন্ত মালবাহী গাড়ির ওপর গিয়ে পড়ে। দুর্ঘটনায় ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয় চারচাকা গাড়িটিও। যদিও গাড়ির এয়ারব্যাগ খুলে রক্ষা পান চালক। গুরুতর জখম দুই তরুণকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে ডাক্তার অপরজনের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ,পুলিশ তদন্ত শুরু করেছে যুবকদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।