শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Election : নির্বাচন কমিশন বাজিয়ে দিলো বাংলায় উপনির্বাচনের দামামা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Election : নির্বাচন কমিশন বাজিয়ে দিলো বাংলায় উপনির্বাচনের দামামাভারতের নির্বাচন (Election ) কমিশন মঙ্গলবার দেশের পনেরোটি রাজ্যের আটচল্লিশটি বিধানসভা(Election ) আসন ও দুটি সংসদীয় আসনে উপ নির্বাচন এর দিন ক্ষন জানিয়ে নির্দেশিকা জারী করেছে। এই নির্দেশিকা অনুসারে পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্র গুলি হলো মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া, নৈহাটি, মাদারীহাট ও সিতাই। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ টিগগা বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। অপরদিকে কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। উপনির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বর মাসের তেরো তারিখ, ভোটগননা হবে নভেম্বর মাসের তেইশ তারিখ। এই দুটি আসনে উপনির্বাচন কে কেন্দ্র করে তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দল গুলির।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।