শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Elephant: বিশ্ব হাতি দিবস উদযাপিত হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের নর্থ রায়ডাক রেঞ্জে

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

পশ্চিমবঙ্গ সরকারের (Elephant)বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের নর্থ রায়ডাক রেঞ্জে শনিবার উদযাপিত হলো বিশ্ব হাতি দিবস। (Elephant)উল্লেখ্য ২০০১২ সালের ১২ আগস্ট বিশ্ব হাতি দিবসের সূচনা হয়েছিলো বিশ্বের হাতিদের সুরক্ষা প্রদান ও সংরক্ষণ করার উদ্দ্যেশ্যে।(Elephant) এরপর থেকেই প্রতি বছর বারোই আগস্ট বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব হাতি দিবস।Elephant: বিশ্ব হাতি দিবস উদযাপিত হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের নর্থ রায়ডাক রেঞ্জে

শনিবার নর্থ রায়ডাক রেঞ্জের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, হাতি সংরক্ষণ বিষয়ে বক্তৃতা ও শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় বলে জানান নর্থ রায়ডাক রেঞ্জের রেঞ্জার শ্যামল মন্ডল। তিনি আরও জানান এদিন শোভাযাত্রা করে হাতি ও মানুষের সংঘাত বন্ধ করতে এলাকাবাসীকে সচেতনতার বার্তা দেওয়া হয়। শোভাযাত্রায় স্থানীয় বাসিন্দা, স্কুলের ছাত্র ছাত্রী ও সমাজ কর্মীদের সাথে বন কর্মীরাও অংশ গ্রহন করেন। বসে আঁকো ও বক্তৃতায় অংশগ্রহণ কারী সকলকে বন দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।