হাতি হামলায় (Elephant) মৃত্যু হল তিন মহিলার, গুরুতর আহত আরো এক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে। কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার প্রায় ১০ জন মহিলা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, বাড়ির ফেরার পথে জঙ্গলের ভিতরে হাতির দল তাদের উপরে আক্রমণ চলায়। এই ঘটনায় তিনজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একজন গুরুতরভাবে আহত হয়েছে, তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বনদপ্তরের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। দুজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে একজনের উদ্ধার কাজ চলছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গেছে মহিলাদের দেহগুলি থেতলে দেয় হাতির পাল। হাত পা ছিঁড়ে ফেলে দেহ থেকে।
Elephant: হাতির হামলায় মৃত্যু তিন মহিলার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার