বৃহস্পতিবার , ডিসেম্বর 12 2024
Breaking News

Elephant attack: বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিল এর সামগ্রী রাখার ঘর

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephant attack: বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিল এর সামগ্রী রাখার ঘর আলিপুরদুয়ার জেলার বনাঞ্চল (elephant ) লাগোয়া এলাকাগুলিতে বুনো হাতির পালের হানা অব্যাহত। প্রতি রাতেই খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে লোকালয়ে হানা দিচ্ছে বুনো হাতির পাল। বুনো হাতির আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে কালচিনি ব্লকের সাঁতালী নাকাঢালা এলাকায় তান্ডব চালায় এক পাল বুনো হাতি। এদের হানায় নষ্ট হয়েছে ফসল। এরপর বুনো হাতির পালটি হানা দেয় ভক্তপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ও আই সি ডি এস সেন্টারে। শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিল এর সামগ্রী রাখার ঘরের দেয়াল ভেঙ্গে সাবার করে মিড ডে মিল রান্নার জন্য রাখা চাল। বাসিন্দারা জানান বুনো হাতির পাল খাবারের খোঁজে এখন প্রতি রাতেই হানা দিচ্ছে বসতি এলাকায়। এদের হানায় নষ্ট হচ্ছে ফসল, এরা ভেঙ্গে দিচ্ছে বসত বাড়ির ঘর, বিভিন্ন স্কুলের মিড ডে মিল এর সামগ্রী রাখার ঘর ভেঙ্গে খেয়ে নিচ্ছে চাল ডাল সহ অন্যান্য সামগ্রী। তাদের দাবি হাতির হানা রুখতে নিয়মিত নজরদারি চালাক বন দপ্তরের কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।