Breaking News

Elephant attack : বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের, এলাকায় শোকের ছায়া

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Elephant attack : বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের, এলাকায় শোকের ছায়াবুধবার গভীর রাতে (Elephant attack)একটি বাইকে করে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন অজয় ওঁরাও ও সঞ্জয় ওঁরাও নামে দুই ভাই। সেই সময় তারা বাইক নিয়ে পড়ে যান একটি বুনো হাতির সামনে। রাস্তা জুড়ে সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়ে থাকা বিশালদেহি বুনোকে দেখে বাইক দাঁড় করিয়ে দেন বাইক চালক একভাই। তখন বুনো হাতিটি হামলা চালায় বাইক আরোহী দুই ভাইয়ের উপর। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এক ভাইয়ের। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অপর ভাইকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়, সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি থানার হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকায়। জানা গেছে মৃত দুই ভাই মৌরীজোত গ্রামের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মৃত দুই ভাইয়ের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আস্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। অপরদিকে বন দপ্তরের কার্শিয়াং বিভাগের ডি এফ ও দেবেশ পান্ডে জানান নিয়ম অনুসারে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।