জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের (Elephant attack)মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ লাগোয়া নধাবাড়ি এলাকায় শুক্রবার দুপুরে বুনো হাতির হানায় মৃত্যু ঘটে এক মহিলার। (Elephant attack)মহিলার মৃত্যুতে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে মৃতার নাম বিউটি রায় (২৬)।
মহিলার মৃত্যুর খবর পেয়ে বনকর্মী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তাদের ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ বন কর্মীরা নিয়মিত টহল দেননা। মৃতার পরিবার সূত্রে জানা গেছে এদিন বিউটি রায় কোনো কাজে জঙ্গলের পথ ধরে যাচ্ছিলেন সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি হামলা চালায়। বিক্ষোভের জেরে বন কর্মীরা মৃতদেহ উদ্ধারে বেগ পান। তারা খবর দেন ভোরের আলো থানায়। থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং পরিস্থিতি সামাল দেয়। বন দপ্তর সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী মৃতার পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হবে।