Breaking News

Elephant: চা বাগানে দিনভর দাপিয়ে বেড়ালো চারটি বুনো হাতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephant: চা বাগানে দিনভর দাপিয়ে বেড়ালো চারটি বুনো হাতিআলিপুরদুয়ার (Elephant) জেলার মথুরা চা বাগানে বুধবার দিনভর দাপিয়ে বেড়ালো চারটি বুনো হাতির একটি দল।এদিন সকাল থেকেই চারটি বুনো হাতি চা বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করছে দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের কর্মীরা। খবর দেওয়া হয় চিলাপাতা রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন কর্মীরা চা বাগানে পৌঁছে হাতি গুলিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন। দিনভর চেষ্টার পর তারা হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। হাতির দল জঙ্গলে ফিরে যাওয়ায় আতঙ্ক মুক্ত হন চা বাগানের কর্মীরা। বন কর্মীদের অনুমান হাতি গুলি চিলাপাতার জঙ্গল থেকে কোনোভাবে বেরিয়ে চা বাগানে চলে আসে ও দিশাহারা হয়ে চা বাগানে ছোটাছুটি করতে থাকে। তারা আরও জানান হাতিগুলি চা বাগানে দাপিয়ে বেড়ালেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।