শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Elephant : রাস্তা পার হচ্ছে হাতির পাল ,অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন পথচলতি মানুষজন

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elephant : রাস্তা পার হচ্ছে হাতির পাল ,অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন পথচলতি মানুষজন মঙ্গলবার বিকালে (Elephant ) এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন পথচলতি মানুষজন। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কার্তিকা চা বাগানের বুক চিরে যাওয়া রাজ্য সড়কে দেখা মিললো এক পাল বুনো হাতির। হাতির পালটি রাস্তার এপাশ থেকে ওপাশে যাচ্ছিলো। জঙ্গল ঘেরা এই চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম।জানা গেছে হাতির পালটিতে চল্লিশটি হাতি ছিলো। একসাথে এতগুলো হাতিকে রাস্তা পার হতে দেখে দাঁড়িয়ে যায় পথ চলতি বহু মানুষ ও যানবাহন। জঙ্গল পথে এর আগে এতগুলো হাতিকে একসাথে রাস্তা পার হতে দেখেননি তারা। এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলেন এদিন পথচলতি মানুষজন সহ যানবাহনের যাত্রীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।