বানারহাটের ডুডুমারি ও (Elephant) কলাবাড়ি এলাকায় সারাদিন ডেরা গেড়ে থাকল হাতির দল। (Elephant)শুক্রবার সকালে ডুডুমারি বস্তি এলাকার জঙ্গলে প্রায় ১৫ থেকে ১৬টি হাতির একটি দল ঢুকে পড়ে।পাশাপাশি আপার কলাবাড়ি বস্তিতেও প্রায় ১৬ টি হাতির আরোও একটি দল আশ্রয় নেয়।
জানা গিয়েছে হাতির দল দুটি মোরাঘাট জঙ্গল থেকে বেড়িয়ে ডায়নার জঙ্গল হয়ে গরুমারার দিকে যাচ্ছিল। হাতির দল সাধারণত দিনের বেলা লোকালয় সংলগ্ন এলাকা দিয়ে চলাফেরা করা এড়িয়ে চলে। এদিন দিনের আলো ফুটে যাওয়ায় এবং দুটি দলেই কমবয়সী শাবক থাকায় – দল দুটি সারাদিন ডুডুমারি এবং কলাবাড়িতে ডেরা গাড়ে। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। হাতি দেখতে আসা উৎসুক বাসিন্দারা যাতে হাতিদের কাছে গিয়ে তাদের বিরক্ত করতে না পারে এবং হাতির হামলার কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সারাদিন হাতির দল দুটিকে পাহারা দিয়ে রাখা হয়৷ বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে সন্ধ্যার পর হাতির দুটি দলকেই তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু হয়েছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper