রবিবার সাতসকালে একটি দাঁতাল (Elephant)বুনো হাতিকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখে আতঙ্ক ছড়ায় বাগডোগরা থানার ফয়রানি জোত গ্রামের বাসিন্দাদের মধ্যে। বাসিন্দারা জানান বুনো দাঁতাল হাতিটি শনিবার রাতে খাবারের খোঁজে গ্রামে প্রবেশ করে। সকাল হলেও হাতিটি জঙ্গলে ফিরে না গিয়ে এলাকায় ঘুরতে থাকে। সাত সকালে হাতিটিকে এলাকায় ঘুরতে দেখে বাসিন্দারা খবর দেন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জে। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জ, টুকরিয়াঝাড় রেঞ্জ এর বন কর্মীরা, বাগডোগরা থানার পুলিশ ও এলিফ্যান্ট স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সাত সকালে হাতি দেখতে ভীড় জমান প্রচুর মানুষ। বন কর্মীরা মাইকে সকলকে দূরে সরে যেতে বলেন ও হাতিটিকে বিরক্ত না করতে আবেদন জানান। বন কর্মীদের আবেদনে সাড়া দিয়ে লোকজন সরে যাবার পর বন কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেন। দীর্ঘক্ষনের চেষ্টায় বন কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। হাতিটি জঙ্গলে ফিরে যাওয়ায় আতঙ্ক মুক্ত হন বাসিন্দারা।
Elephant siliguri: রবিবার সাত সকালে দাঁতাল হাতি আতঙ্ক ছড়ালো বাগডোগরা এলাকার ফয়রানি জোতে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি