আলিপুরদুয়ার জেলার গরম বস্তি (Elephants) এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর আচমকাই চলে আসে একটি বুনো হাতি। সে দাঁড়িয়ে পড়ে জাতীয় সড়কের মাঝ বরাবর, দেখে মনে হয় পথ অবরোধ করেছে বুনো হাতিটি। সড়কের উপর হাতি দেখে দুপাশে দাঁড়িয়ে যায় জাতীয় সড়ক ধরে চলাচলকারী যানবাহন। অনেকে গাড়ি থেকে নেমে হাতির ছবি তুলতে শুরু করেন। বেশ কিছুক্ষন রাস্তা অবরোধ করে থাকার পর হাতিটি নিজে থেকেই ফের জঙ্গলে চলে যায়। স্বাভাবিক হয় জাতীয় সড়কে যান চলাচল।
Elephants Alipurduar: জাতীয় সড়কে বুনো হাতি দেখতে ভীড়, বেশ কিছুক্ষন ব্যহত যান চলাচল
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার