Breaking News

Elephants attack: জঙ্গল এর রাস্তায় গাড়ির রাস্তা রুখে দাঁড়ালো দাঁতাল, গাড়ি ফেলে পালিয়ে বাঁচলেন চালক ও যাত্রী

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, জলপাইগুড়ি

Elephants attack: জঙ্গল এর রাস্তায় গাড়ির রাস্তা রুখে দাঁড়ালো দাঁতাল, গাড়ি ফেলে পালিয়ে বাঁচলেন চালক ও যাত্রীজলপাইগুড়ি জেলার (elephants )লাটাগুড়িতে জঙ্গলের রাস্তায় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল বুনো হাতি। কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশ অফিসার চীৎকার করে সকল যানবাহনের চালকদের সতর্ক করে গাড়ি ব্যাক করতে বলে চলেছেন। চালকরা সতর্ক হয়ে গাড়ী পিছিয়ে নিতে পারলেও একটি ছোট চার চাকার গাড়ীকে পিছিয়ে আনতে পারেননি চালক। গাড়ির রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মূর্তিমান বিশাল দেহী বুনো হাতি। কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন চালক। সেই মূহুর্তে জঙ্গলের রাস্তায় কর্তব্যরত পুলিশ অফিসার এর চীৎকারে সম্বিত ফেরে চালক ও গাড়ীর আরোহীর, তারা পুলিশ অফিসারের নির্দেশে গাড়ীর দরজা খুলে দৌড়ে পালিয়ে প্রানে রক্ষা পান। বুনোটিকে দেখতে দূরে দাঁড়িয়ে যায় রাস্তায় চলাচলকারী যানবাহন ও সেগুলির চালক সহ যাত্রীরা। বুনোটি বেশ কিছুক্ষন ছোট গাড়িটিকে নিরীক্ষন করে ফের জঙ্গলে ফিরে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। পালিয়ে যাওয়া গাড়ির চালক ও আরোহী পুলিশ অফিসার কে ধন্যবাদ জানিয়ে রওয়ানা দেন নিজেদের গন্তব্যের দিকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।