উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যার সময় বন কর্মীরা (Elephants) তোর্সা নদী থেকে উদ্ধার করেন পনেরো দিন বয়সী এক মাদী হস্তী শাবককে। শাবকটি জলের তোড়ে ভেসে যাচ্ছিলো। উদ্ধার করে শাবকটিকে নিয়ে আসা হয় জলদাপাড়া রেস্কিউ সেন্টারে। সেখানেই বন কর্মীদের যত্ন ও সুশ্রুষায় সুস্থ হয়ে উঠছে আতঙ্কিত হস্তী শাবকটি। বন কর্মীরা জানান শাবকটি জলের তোড়ে ভেসে যাচ্ছিলো এবং সেটি আতঙ্ক গ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলো। এখন শাবকটি অনেকটাই সুস্থ।
Elephants: বন কর্মীদের যত্নে সুস্থ হচ্ছে বন্যার কবল থেকে উদ্ধার করা পনেরো দিন বয়সী হস্তী শাবক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper